এখন আমার যে বাঁচার ইচ্ছা প্রবল,
বিশ্ব জুড়ে মহামারী দিয়েছে যে ছোবল!
এখন আমার ইচ্ছা করে পুরনো দিনে ফিরতে,
পুরনো দিনের দরদী কিছুই পারিনা আজ ধরতে!
এখন আমার ইচ্ছা করে আলিঙ্গনে ফিরতে,
কিন্তু কি করবোআমি? আমি চাই না যে মরতে।
এখন আমার ইচ্ছা করে ঘরের বাহিরে যেতে,
বিশ্ববিদ্যালয় খুলেছে নাকি,আছি যে কান পেতে
এখন আমি যে আর মিথ্যা বলি না,
বলি না,বেঁচে থেকে কি হবে!
জীবনের মুল্য যে এত,কে বুঝেছি এর আগে কবে?
এই এত মন্দের মাঝে আমি এখন খুঁজি ভাল,
সব ভোরের আগেই আকাশটা থাকে সবচেয়ে বেশী কালো……….