• 1
    Share
বাড়িকরোনাভাইরাসকেরানীগঞ্জে তিন শিশুসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

কেরানীগঞ্জে তিন শিশুসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

  • 1
    Share

ঢাকার কেরানীগঞ্জে তিন শিশুসহ একদিনে নতুন করে আরও ছয় করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫ জনে। সোমবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্তদের মধ্যে একজন উপজেলার জিনজিরা, দুইজন আগানগর ও তিনজন শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে ৪, ৫ ও ১১ বছর বয়সী তিন শিশু রয়েছেন। বাকি তিনজনের বয়স যথাক্রমে ২১, ৩১ ও ৫৫ বছর।

গতকাল সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ৬ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫ জনে। এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

নতুন আক্রান্তরা আপাতত তাদের নিজ বাড়িতে রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানান ডা. মোবারক। কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এ স্বাস্থ্য কর্মকর্তা জানান।

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ/এমআরএম

RELATED ARTICLES

Most Popular

Recent Comments