• 1
    Share
বাড়িকরোনাভাইরাসঝালকাঠিতে চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

ঝালকাঠিতে চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

  • 1
    Share

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নলছিটি উপজেলায় ২ জনসহ জেলায় মোট ৭ জন আক্রান্ত হলেন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন আরও জানান, কোনো রোগীর সংস্পর্শে ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস এসেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ অবস্থায় বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। ওই চিকিৎসকের সাথে ৫ জন চিকিৎসক ও তাদের সহকারীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি বলেন, নলছিটি উপজেলা হাসপাতালের বেশ কিছু চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। তার মধ্য থেকে ওই একজন চিকিৎসকের পজিটিভ আসে আর অন্য চিকিৎসকদের নেগেটিভ এসেছে।

আতিকুর রহমান/এমএএস/এমআরএম

RELATED ARTICLES

Most Popular

Recent Comments