• 5
    Shares
বাড়িআইন-কানুনবরিশালে হাসপাতালের লিফটের নিচে চিকিৎসকের লাশ

বরিশালে হাসপাতালের লিফটের নিচে চিকিৎসকের লাশ

  • 5
    Shares

বরিশাল নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত মমতা স্পেশালাইজড হাসপাতালে এমএ আজাদ স্বজল (৪৫) নামে এক চিকিৎসকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচ ওই চিকিৎসকের মরদেহ পড়ে থাকতে দেখে।

নিহত এমএ আজাদ স্বজল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। এমএ আজাদ স্বজল মমতা স্পেশালাইজড হাসপাতালের সাত তলার একটি কক্ষে থাকতেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করছে।

তিনি বলেন, লিফট থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটার কথা নয়। এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা বলেও মনে হচ্ছে না। এছাড়া মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সাইফ আমীন/আরএআর/এমকেএইচ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments