রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি ঘরে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। রাত ২টা ৫ মিনিটের দিকে আগুন নিভে যায়।
আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার।