কুষ্টিয়ার দৌলতপুরে কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শামীম মালিথা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মেহের বক্স মালিথার ছেলে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিন জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণ নিয়ে মালিথা গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মালিথা গ্রুপের শামীম নামে এক যুবক নিহত হন।
এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মালিথা গ্রুপের মুল্লক চাঁদের ছেলে আপন ৩ ভাই সাহাজুল (৩৫), শুকাঁচদ (৪৫) ও মুকাদ্দেসকে (৫০) আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।